Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

১। সংগঠন জোরদার করার উদ্দেশ্য ক্লাব সমিতির জন্য রেডিও, টেলিভিশন, সেলাই মেশিন, খেলাধূলা ও গান বাজনার সরঞ্জাম প্রদান।

২। প্রশংসনীয় কাজের জন্য রেডিও, টেলিভিশন, ঘড়ি, সোনা ও রূপার পদক এবং নগদ অথ প্রদান।

৩।প্রশিক্ষণের সময় সবার জন্য যাতায়াত ভাতা, থাকা-খাওয়া ও পোষাকাদি প্রদান।

৪। কমরত অবস্থায় নিহত বা পঙ্গু দলপতির পরিবারের জন্য এককালীন ৬,০০০/- টাকা, সদস্যের পরিবারের জন্য ৫,০০০/- টাকা বিভাগীয় কল্যাণ তহবিল হতে ১২,০০০/- টাকার অনুদান এবং মাসিক যথাক্রমে ২৫০/- ও ২০০/- টাকা হারে ভাতা।

৫। শহীদ দলপতির মেয়ের বিয়ের জন্য এককালীন এবং বিভাগীয় কল্যাণ তহবিল হতে নগদ টাকা অনুদান।

৬। সরকারী খরচে বিভিন্ন বিষয়ে পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান।

৭। যোগ্যতা সম্পন্ন সদস্য সদস্যাদের জন্য সরকারী চাকুরীতে ১০% পদ সংরক্ষিত।

৮। সংগঠনের সকল কমকতা-কমচারী, সদস্য-সদস্যার সন্তানদের জন্য এককালীন শিক্ষাবৃত্তি।